এটি একটি ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । ২০১৩ সালে হাসপাতালটি ৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন পাই । জনবল ও পথ্য অুনমোদন পাওয়ার পর ২০১৮ সালে স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার কার্যকম চালু করা হয়। বর্তমোনে স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী,বহি: ও অন্ত বিভাগ বিদ্যমান আছে ।এখানে আইএমসিআই ও পুষ্টি কর্নার, এনসিডি কর্নার,ব্রেষ্ট ফিডিং কর্নার এবং ওআরটি কর্নার আছে । এছাড়া এখানে গর্ভবতী ও প্রসবত্তোর মায়েদের চেক্আপের জন্য এএনসি/পিএনসি কর্নার চালু আছে । এছাড়া চক্ষু রোগীদের চিকিৎসার জন্য আই সেন্টার চালু আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস